আবদুল মান্নান খান (জ. ১৯৪৯)- এর জন্ম যশোর জেলার বাঘারপাড়া থানার অন্তর্গত পাঠান পাইকপাড়া গ্রামে। ঝিনাইদহ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় আসেন ও ১৯৭২ সালে ঢাকার মতিঝিল টিএন্ডটি নাইট কলেজ থেকে ডিগ্রী পাস করেন। ১৯৭৩ সালে তত্কালীন এজিবি (সিভিল) অফিসে তিনি অডিটর পদে যোগদান করেন। পরে ১৯৭৮ সালে ততকালীন জনশিক্ষা পরিচালকের অধীনে সহকারী হিসাবরক্ষণ অফিসার পদে যোগ দেন। বর্তমানে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহিকারী শিক্ষা অফিসার হিসাবে কর্মরত।