আর্নল্ড টোয়েনবি (১৮৮৯-১৯৭৫) ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাইজ্যান্টিয় ও আধুনিক গ্রিক ভাষা সাহিত্য ও ইতিহাসের কোরেইস্ অধ্যাপক (১৯১৯-১৯২৪); ১৯২৫ থেকে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক এবং ১৯৫৫ সালে অবসর নেওয়া পর্যন্ত লন্ডন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইতিহাসে গবেষণা অধ্যাপক। ১৯৩৪ থেকে ১৯৬১ সাল পর্যন্ত খণ্ডশ প্রকাশিত ‘এ স্টাডি অব হিস্ট্রি’ তাঁর প্রধান গ্রন্থ।