ইংরেজী ভাষা ও সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাততকোত্তর সম্পন্ন করে জ্যাকী কবীর অধ্যাপনা ও উচ্চতর অধ্যয়নের পাশাপাশি লিখেছেন সমানতালে দেশের ইংরেজি দৈনিক ও জার্নালগুলোতে। ইংরেজি ভাষায় ফিকশন-ননফিকশন দুই ধারাতেই লিখে চলেছেন। প্রধানত অনুবাদক ও গ্রন্থপুনরীক।