কথাসাহিত্যিক। জন্ম ১৯৬৫ টাঙ্গাইল। শৈশব ও কৈশোর কেটেছে সিলেটে. এখন ঢাকাবাসী। বিদ্যায়তনিক পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্যে সেরেছেন স্নাতকোত্তর। ছোটগল্প রচনায় নিজের স্বতন্ত্র টিপছাপ তৈরি করে নিতে পেরেছেন নব্বই দশকের গোড়াতেই। মৌলিক গল্পচয়নিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ’অষ্টরম্ভা’, ’ধূলিচিত্রিত দৃশ্যাবলি’, ’মৃদুমানুষের মোশন-পিকচার’ প্রভৃতি। তিনটি উপন্যাস যথাক্রমে ’পোড়া নদীর স্বপ্নপূরণ’, ’বয়ন’ ও ’পালাটিয়া’. বাংলাদেশের গল্প: নব্বইয়ের দশক তার সম্পাদনায় বেরিয়েছে বাংলা একাডেমী থেকে। এছাড়া যৌথ ও একক সম্পাদনায় রয়েছে তার আরও বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ।