মো. রকিবুর রহমানের জন্ম ১৯৫১ সালের ১৮ আগস্ট ফেনী জেলার পরশুরাম থানার ১ নম্বর মির্জানগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের সাহেব বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ১৯৬৯ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীকালে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালের ২৮ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য পদ লাভ করেন। তিনি তিনটি মেয়াদে দীর্ঘ ছয় বছর সততা ও নিষ্ঠার সাথে ডিএসইর চেয়ারম্যান/প্রেসিডেন্ট এবং বিভিন্ন মেয়াদে ১২ বছর ডিএসই’র কাউন্সিলর/পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ডিএসই’র চেয়ারম্যান থাকাকালীন বিশ্বের অন্যান্য পুঁজিবাজারের সাথে সামঞ্জস্য রেখে ক্রমাগত উন্নয়ন পরিকল্পনার অধীনে ডিএসইকে এ অঞ্চলের অন্যতম সেরা স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়াসে তিনি বিভিন্ন সংষ্কার কর্মসূচি বাস্তবায়ন করেছেন। পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারী এবং বাজার চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজার সংক্রান্ত সামগ্রিক শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা হাতে নেওয়া ডিএসই ভবনের জন্য নিকুঞ্জে সরকারের কাছ থেকে ৪ বিঘা জমি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।