নিরাপদ খাবার পানি ও পরিচ্ছন্নতার মাধ্যমে বাংলাদেশে যে রীতিমতো একটি সামাজিক রূপান্তর সাধিত হয়েছে, তার তুলনা বিরল। বিপুল এই কর্মযজ্ঞের একদিকে যেমন ছিল সমাজ-অধ্যয়ন ও পরিকল্পনা-প্রণয়ন, আরেকদিকে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির লাগসই অংশগুলোর উপযুক্ত ব্যবহার, প্রয়োজনে নতুন উদ্ভাবন। যেভাবে দরিদ্রতম জনগোষ্ঠীকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, নারীদের বিশেষ বাস্তবতাগুলোকে মাথায় রেখে তাদেরকেই রূপান্তরের কর্মীবাহিনীতে পরিণত করা হয়েছে, ইমামদের খুতবার মাধ্যমে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাবিধি সম্পর্কিত জরুরি জ্ঞান ও তথ্য প্রচারের মাধ্যমে পরিণত করা হয়েছে, সেই অভিজ্ঞতা ও কর্মকৌশলগুলোর সার্বিক একটি বিবরণ এই গ্রন্থে মিলবে।
সচেতনতা সৃষ্টিকে স্বাস্থ্যসুরক্ষা ও অগ্রগতির আবশ্যিক শর্ত হিসেবে নিয়ে, একইসাথে দরিদ্র এই বিশাল জনগোষ্ঠীর ওপর সচেতনতা চাপিয়ে না দিয়ে তাদের সম্মতি ও অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশে ব্র্যাক নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের জন্যই বহু বিবেচনায় অনন্য একটি দৃষ্টান্ত। ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচির সূত্রপাত, লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর অগ্রগতির পথের সকল কৃৎকৌশল ও কারিগরি প্রক্রিয়া এই বইয়ের বিষয়। নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন গবেষণা এবং সাধারণভাবে মানুষ ও সমাজ নিয়ে যাঁরা ভাবেন, তাঁদের সাথে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই এই গ্রন্থের অভিপ্রায় ।
সূচিপত্র
অধ্যায় ১ ভূমিকা
অধ্যায় ২ নিরাপদ পানি
অধ্যায় ৩ স্যানিটেশন
অধ্যায় ৪ হাইজিন বা স্বাস্থ্যবিধি
অধ্যায় ৫ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ওয়াশ বাস্তবায়ন
অধ্যায় ৬ বিদ্যালয়ে ওয়াশ বাস্তবায়ন
অধ্যায় ৭ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
অধ্যায় ৮ ওয়াশ কর্মসূচির অবদান
অধ্যায় ৯ ওয়াশ কর্মসূচির নতুন যাত্রা (২০১৬-২০২১)