
কোনো কোনো বই একবার পড়া শুরু করলে শেষ না করে পারা যায় না। বিজ্ঞানের রাজ্যে আরও প্রশ্ন সে রকমই একটি বই। কারণ, বিজ্ঞানের খুব সাধারণ বিষয়ের মধ্যেও যে অসাধারণ কিছু জানার আছে, তা এ বইটি না পড়লে আপনি জানতেই পারতেন না। আমরা তো সবাই জানি সূর্যগ্রহণ কেন হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত ছোট চাঁদ কিভাবে সূর্যকে গ্রাস করে? অথবা কোনো দিন কি জিনপ্রযুক্তি ব্যাবহার করে কৃত্রিম রক্ত তৈরি করা যাবে? এখনো কি নতুন নতুন জন্ম নেয়? ঘুমের মধ্যে বোবায় ধরে কেন? অথবা মেয়েদের প্রসাধনী হিসাবে ঠোঁটে লিপস্টিক দিনে কতবার ব্যাবহার করা নিরাপদ? সন্তান জন্মদানের সময় মাতৃমৃত্যু রোধের সহজ উপায় কি?
আপনি একুশে বইমেলায় গেছেন। ভিড়ের মধ্যে হঠাৎ মোবাইলে কল এল, কিন্ত চারপাশের গোলমালের জন্য কোনো কথাই শুনতে পাচ্ছেন না। কী করবেন? ভিড়ের মধ্যে তো আপনি বন্ধুদের সঙ্গে মোটামুটি কথা বলতে পারেন, কিন্ত মোবাইলে পারেন না। কেন? অথবা আমরা তো সব সময় শুনি বিগব্যাংয়ের কথা। সেই মুহূর্তটি কেমন ছিল, তা কি জানা সম্ভব? অথবা ধরুন, ডায়নোসর বিলুপ্ত হয়ে গেল, পুঁচকে তেলাপোকা কীভাবে ২৫ কোটি বছর ধরে টিকে আছে? তা হলে কী করতে হবে আপনাকে? এসব নানা বইয়ে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা পাওয়া যাবে এই বইয়ে। আপনি অনায়সে বইটি আপনার বাসায় রাখতে পারেন। উৎসাহ নিয়ে পড়ার মতো একটি বই।