
আচ্ছা, একবার ভাবুন তো, আমরা কেন বলি পানি ভেজা পদার্থ? এই ভেজা শব্দের আসল অর্থ কী? কী বোঝায় ভেজা বললে? এ রকম বোকার মতো প্রশ্ন শুনে অনেকে হয়তো হাসবে। বলবে, পানিতে হাত দিলে ভিজে যায় ব্লেই তো পানিকে আমরা বলি ভেজা। এর মধ্যে আবার রহস্যের কী আছে। সত্য। কিন্তু পানি কি সবকিছু ভেজাতে পারে? একটা মোম্বাতি পানিতে ডোবালে তো সেটা ভিজবে না। তাহলে পানিকে কেন ভেজা বলব?
শিশুরা টেলিভিশন দেখতে ভালবাসে। সেটা দোষের নয়। পড়াশোনার অবসরে দেখুক না টিভি। কিন্তু ভয় হয়, যখন তারা খুব কাছে থেকে টিভি দাখে। চোখ নষ্ট হবে না তো! আমাদের কথায় কান দেয় না শিশুরা। বলে ‘বিরক্ত করো কেন।! কিন্তু ব্যাপারটা কী? খুব কাছে থেকে টিভি দেখলে কি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে? কেনই বা শিশুরা কাছ থেকে টিভি দেখতে ভালবাসে? অথবা, এই যে তরুন-তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীরা পর্যন্ত দিনরাত ফেসবুক নিয়ে পড়ে আছে, ব্যাপারটা কি? ফেসবুকে আপনার সদস্যসংখ্যা কত? কয়েক হাজার না কয়েক শ? এর কি কোনো হিসাব-নিকাশ আছে?
জন্মের পর থেকেই শিশু অপার বিস্ময়ে দেখে তার চারপাশের জগৎ। সে সবকিছু জানতে চায়, বুঝতে চায়। প্রশ্নের পর প্রশ্ন। মা-বাবা, ভাই-বোন অস্থির হয়ে ওঠেন। কিন্তু শিশুদের প্রতিটি প্রশ্ন ধৈর্য ধরে শোনা ও তাকে সবকিছু বুঝিয়ে বলা অভিভাবকদের অন্যতম কর্তব্য। মেধা বিকাশের এটা অন্যতম উপায়। শিশুরা সাধারণত সেসব প্রশ্নই করে যা তারা চারপাশে নিত্যদিন ঘটতে দেখে। ফ্রিজ এ খাবার ভাল থাকে কেন, দুপুরে খাওয়ার পর কেন ঘুম পায়, সব চাকা কেন গোল, মাছ কি পানি খায়- এই সব এবং আরও অদ্ভুত সব প্রশ্ন। বড়দের কাছে মনে হয় এসবের আবার কারণ কি?
আচ্ছা, বলুন তো বৃষ্টির ফোঁটাগুলো গোল কেন? কিংবা চেয়ে লেপ বেশি গরম কেন?কেন সমুদ্রের তীরে বেশি নারিকেল গাছ দেখা যায়? অথবা মরুভূমির দেশে কেন দিনে খুব গরম, আবার রাতে খুব শীত?
A welcome addition to the folklore collection - The Book list, New York, etc. This is not only a very good collection of tales - it is also a very good collection of stories from a part of the world that deserves to be better known. - The Daily Standard Times, New Bedford, Mass With the current interest in the Far East, these tales ... will be most welcome to the class-room teachers as well as to the librarians for story hour ... all elementary libraries should have at least one copy. - M. L. Krohn, Shaker Heights Board of Education, Ohio