Filters

সনৎকুমার সাহা (জন্ম: ১৯৪১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাট চুকিয়ে এখন অবসরে। লেখালেখি প্রধানত সমাজ-অর্থনীতি-সাহিত্য-সংস্কৃতির নানা বিষয় নিয়ে। প্রিয় প্রসঙ্গ রবীন্দ্রনাথ। প্রবন্ধের বই আছে আরো তিনটি - সমাজ সংসার কলরব, আকাশ পৃথিবী রবীন্দ্রনাথ ও ভাবনা অর্থনীতির: বিশ্বায়ন, উন্নয়ন ও অন্যান্য।


Books by the Author