মুনতাসীর মামুন
"মুনতাসীর মামুন, পিএইচডি (জ. ১৯৫১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও একজন স্বনামধন্য গবেষক। তিনি তাঁর বিশ্লেষণাত্মক অথচ প্রাঞ্জল রচনার জন্য লেখালেখির জগতে সুপরিচিত। সমাজ-গবেষণার যখন যে বিষয়টি তিনি সম্পাদনা করেছেন, তা-ই পৃথক ও ব্যতিক্রমী মাত্রা লাভ করেছে। একক ও যৌথভাবে প্রবন্ধ-গবেষণা বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ষাটের কাছাকাছি। সাহিত্যের অন্যান্য শাখাতেও তাঁর পঞ্চাশের অধিক বই প্রকাশিত হয়েছে। সংবাদপত্রে সাহসী কলাম লেখক হিসেবেও তাঁর খ্যাতি সমধিক। লেখক ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হয়েছেন।